Wednesday 28 September 2016

Important tips of the Code of Civil Procedure,1908

১।সমন জারির দিন হতে আদালতের অনুমতিসহ মোট কত দিনের মধ্যে লিখিত জবাব দাখিল করতে হয়? উত্তরঃ ৬০ কর্মদিন।
২। দেওয়ানী মোকদ্দমায় আদালতের অনুমতিসহ আত্ম পক্ষ সমর্থনের সর্বোচ্ছ মোয়াদ কত দিন? উত্তরঃ ৬০ কর্মদিন।
৩। সমন জারির দিন হতে কত কর্মদিনের মধ্যে জবাব দাখিল না করলে মামলায় একতরফা ডিক্রি হবে? উত্তরঃ ৬০ কর্মদিন ।
৪। সমন জারির ফিস প্রদান বা কোর্ট ফিস প্রদান না করার কারণে মোকদ্দমা খারিজ আদেশ রদ করার দরখাস্তের সময়সীমা কতদিন?
উত্তরঃ ৩০ কর্মদিন।
৫।পক্ষগণের অনুপস্থিতির জন্য মোকদ্দমা খারিজ আদেশ রদ করার আবেদন করার তামাদি মেয়াদ কত দিন?উত্তরঃ ৩০ কর্মদিন।