The Evidence Act

১। সাক্ষ্য আইন কোন প্রকৃতির আইন? ক) মূল আইন  খ) পদ্ধতিগত আইন,  গ) প্রাকৃতিক আইন ঘ) প্রথাসিদ্ধ আইন।
২। সাক্ষ্য আইনের বৈশিষ্ট কোন্টি? ক) বিধিবদ্ধ আইন  খ) পদ্ধতিগত আইন  গ) ক ও খ উভয়টি  ঘ) কোনটি নহে।
৩। কে সাক্ষ্য আইন প্রণয়ন করেন? ক) ঝরৎ ঐবহৎু ঝঁসসবৎ   খ) ঝরৎ ঔধসবং ঝঃবঢ়যবহ  গ) অন্য কেহ   ঘ) কেহ নহে
৪। দ্বিতীয় মামলার বিচার নিষিদ্ধ করিবার জন্য পূর্ববর্তী মামলার রায় প্রাসঙ্গিক এই সম্পর্কিত ধারা কতঃ ক) ৩৩ ধারা  খ) ৪০ ধারা গ) ৪১ ধারা ঘ) ৪৫ ধারা
৫। সাক্ষ্য আইনের ৪০ ধারার সাথে অন্য কোন আইনের কত ধারা মিল রহিয়াছে? ক) দেওয়ানী কার্যবিধির ১১ ধারার   খ) ফৌজদারী কার্যবিধির ৪০৩ ধারার  গ) ক বা খ   ঘ) কোনটি নহে।
৬। বিশ্ব সম্পর্কিত ব্যয়  বলিতে কি বুঝেন? ক) রায় বিশ্বের সকলের উপর বাধ্যকর  খ) যে রায় শুধুমাত্র পক্ষগনের উপর বাধ্যকর  গ) যে রায় উপদেশ মুলক  ঘ) কোনটি নহে।
৭। বিশ্ব সম্পর্কিত রায় সম্পর্কিত ধারা কত? ক) ৪০ ধারা  খ) ৪১ ধারা  গ) ৪৫ ধারা ঘ) ৪৬ ধারা
৮। বিশেষজ্ঞের অভিমতের ধারা কত?   ক) ৪২ ধারা  খ) ৪৩ ধারা গ) ৪৪ ধারা ঘ) ৪৫ ধারা
৯। দেওয়ানী মামলায় কোন ব্যক্তির চরিত্র কখন প্রাসঙ্গিক হয়?
ক) সে ভাল চরিত্রে অধিকারী হইলে  খ) সে খারাপ চরিত্রের অধিকারী হইলে  গ) তাহার চরিত্রের ধরণ প্রত্যাশিত ক্ষপিূরণ নির্ণয়ের জন্য প্রয়োজন হইলে ঘ) কোনটি নহে।
১০। ফেওজদারী মামলায় কোন ব্যক্তির চরিত্র কখন প্রাসঙ্গিক হয়?
ক) অভিযুক্ত ব্যক্তি ভাল চরিত্রের অধিকারী হইলে  খ) অভিযুক্ত ব্যক্তি খারাপ চরিত্রের অধিকারী হইলে  গ)  অভিযুক্ত ব্যক্তি পূর্বে দোষী সাব্যস্ত হইলে   ঘ) ক  বা গ
১১। অভিযুক্ত ব্যক্তি খারপ চরিত্রের অধিকারী ইহা ফৌজদারী মামলায় কখনও প্রাসঙ্গিক? ক) সে ভাল চরিত্রের অধিকারী এই মর্মে পূর্বেই সাক্ষ্য দিলে  খ) যদি ক্ষতিপূরণ নির্ণয়ের জন্য প্রয়োজন হয়, গ) তাহার খারাপ চরিত্র মামলায় বিচার্য হইলে  ঘ) ক বা গ
১২। অন্যায়ভাবে সাক্ষ্য গ্রাহ্য বা অগ্রাহ্য করা হইলে তাহার জন্য নূতন করিয়া বিচার ... ক) ১৩৭ ধারা  খ) ১৪৭ ধারা  গ) ১৫৭ ধারা  ঘ) ১৬৭ ধারা।
১৩। বাদী যাহা দাবি করে এবং বিবাদী যাহা অস্বীকার করে তাহাকে কি বলা হয়? ক) ঘটনা   খ) বিচার্য বিষয়   গ) প্রাসঙ্গিক বিষয়  ঘ) দলিল
১৪। ১৮৭২ সালের আইন কোনটিঃ ক) দেওয়ানী কার্যবিধি   খ) তামাদি আইন   গ) সাক্ষ্য আইন ঘ) সুন্নির্দিষ্ট প্রতিকার আইন
১৫। সাক্ষ্য আইনের কোন ধারায় জবং ঔঁফরপধঃধ  নীতির প্রতিফলন ঘটিয়াছে? ক) ৩৯ ধারা খ) ৪০ ধারা গ) ৪৫ ধারা ঘ) ৪৭ ধারা
১৬। ১৮৭২ সালের সাক্ষ্য আইন কোন কোন ক্ষেত্রে প্রয়োজ্য হইবে না?
ক) আদালতে উপস্থাপিত এফিডেভিটের ক্ষেত্রে খ) আফিসারের নিকট উপস্থাপিত এফিডেভিটের ক্ষেত্রে গ) সালিশের কার্যক্রমের ক্ষেত্রে ঘ) ‘ক’ বা ‘খ’ বা ‘গ’ - এ বর্ণিত সকল ক্ষেত্রে।
১৭। সাক্ষ্য কত প্রকার? ক) কোন প্রকারভেদ নাই খ) ২ প্রকার গ) ৩ প্রকার ঘ) ৪ প্রকার
১৮। নি¤েœ কোনটি উত্তম সাক্ষ্য (ইবংঃ বারফবহপব) ক) জনশ্রুত সাক্ষ্য খ) প্রাথমিক সাক্ষ গ) গৌণ সাক্ষ্য ঘ) অবস্থগত  ১৯। কোনটি সাক্ষ্যের শ্রেণিবিভাগঃ ক) ক) ৩দারা খ) ৪ ধারা গ) ৫ ধারা ঘ) ৫৯ ধারা।
২০। মৌখিক সাক্ষ্য ও দালিলিক সাক্ষ্যের মধ্যে কেনটি অগ্রাধিকার পাইবে?  ক) মৌখিক সাক্ষ্য  খ) দালিলিক সাক্ষ্য  গ) ক ও খ উভয়টি   গ) কোনটি নহে?
২১। প্রত্যেক সাক্ষ্য ও অবস্থাগত সাক্ষ্যের মধ্যে কোনটি অগ্রাধিকার পাইবে? ক) প্রত্যেক সাক্ষ্য  খ) জনশ্রুতিমূলক সাক্ষ্য  গ) ক ও খয় উভয়টি  ঘ) কোনটি নহে।
২২। প্রাথমিক সাক্ষ্য ও গৌন সাক্ষ্যের মধ্যে কোনটি অগ্রধিকার পাইবে? ক) প্রাথমিক সাক্ষ্য  খ) গৌন সাক্ষ্য   গ) ক  ও খ উভয়টি  ঘ) কোনটি নহে।
২৩। কোন কোন বিষয়ে সাক্ষ্য দেওয়া যায়? ক) বিচার্য বিষয়  খ) প্রাসঙ্গিক বিষয়  গ) অন্য কোন বিষয়  ঘ) ক ও খ বিষয়
২৪। ঘটনা বিচার্য এবং প্রাসঙ্গিক ঘটনা এর সংঙ্গা সম্পর্কিত সাক্ষ্য আইনের ধারা কত? ক) ২ ধারা  খ) ৩ ধারা  গ) ৪ ধারা  ঘ) ৫ ধারা
২৫। একজন সাক্ষী কোন কোন বিষয়ে সাক্ষ্য দিতে পারবে? ক) ক) বিচার্য বিষয়   খ) প্রাসঙ্গিক বিষয়  গ) ক ও খ ঘ) যে কোন বিষয়ে
২৬। বিচার্য বিষয়ের  সাথে সম্পর্কিত বিষয়কে বলা হয়। ক) বিচার্য বিষয়  খ) প্রাসঙ্গিক বিষয়  গ) দাবির বিষয়  ঘ) অস্বীকারের বিষয়
২৭। প্রাসঙ্গিকতা ও গ্রহনীয়তার মধ্যে নি¤েœ কোন উক্তিটি সঠিক।
ক) সকল প্রাসঙ্গিক বিষয় গ্রহনীয়  খ) সকল গ্রহনীয় বিষয় প্রাসঙ্গিক  গ) সকল প্রাসঙ্গীক বিষয় গ্রহনীয় নহে  ঘ)  খ  বা গ
২৮। বিচার্য বিষয় প্রমানের জন্য নি¤েœর কোনটি প্রাসঙ্গিক?
ক) যে সকল বিষয় একই কার্যের অংশ, খ) যে সকল বিষয় বিচার্য বিষয়ের কারণ, পরিণাম বা উপলক্ষ  গ) যে সকল বিষয় বিচার্য বিষয়ে অভিপ্রায়, প্রস্তুতি ও পূর্ববর্তী বা পরবর্তী আচরণ  ঘ) বর্ণিত যে কোনটি
২৯। যে সকল বিষয় অন্য কোন ভাবে প্রাসঙ্গিক নহে সে গুলি প্রাসঙ্গিক হয় যখন- ক) সেগুলি কোন বিচার্য বা প্রসাঙ্গিক  বিষয়ের সাথে অসঙ্গতিপূর্ণ  খ) সেগুলি স্বয়ং অথবা অন্য কোন বিষয়ের সাথে যুক্ত হইয়া বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়ের অস্তিত্ব বা সঅনস্তিত্বকে নির্দেশ করে।  গ) ক বা খ  ঘ) কোনটি নহে।
৩০। প্রাসঙ্গিক ঘটনা কোন্গুলিঃক) যে ঘটনা বিচার্য নহে  খ) বিচার্য বিষয়ের সহিত এমনভাবে সংস্লিষ্ট যে উহার একই কার্যের অংশ হিসাব বিবেচিত হইতে পারে  গ) ক ও খ  ঘ) ক বা খ
৩১। সাক্ষ্য আইনের কোন ধারাগুলিতে বিষয়ের প্রাসঙ্গিকতা সম্পর্কে আলোচনা করা হইয়াছে? ক) ৬-৫৫ ধারা  খ০ ৫৯-৬৫ ধারা  গ) ৯১-১০০ ধারা  ঘ০ ১০১-১১২ ধারা
৩২। বিবৃতি কি? ক) উচ্চারিত শব্দ  খ) লিখিত বা মৌখিক উক্তি গ) আঙ্গুল দ্বারা কোন প্রকার সংকেত  ঘ) কা বা খ বা গ এ বর্ণিত যে কোনটি।
৩৩। স্বীকৃতি কি? ক) মামলার বিচার্য বিষয়ে মৌলিক বা লিখিত উক্তি খ) মামলার  প্রাসঙ্গিক বিষয়ে মৌকিক বা লিখিত .... দোষ স্বীকার উক্তি  ঘ) বর্ণিত যে কোনটি।
৩৪। কোনটি বিচারিক স্বীকারোক্তি নহে?
ক) ম্যজিষ্ট্রেটের নিকট প্রদত্ত স্বীকারোক্তি  খ) আদালতের নিকট প্রদত্ত স্বীকারোক্তি  গ) ক ও খ উভয়টি  ঘ) পুলিশের নিকপ প্রদত্বত স্বীকারেক্তি।
৩৫। প্রলোভন ভীতিপ্রদর্শন বা প্রতিশ্রুতির মাধ্যমে আদায়কৃত স্বীকারোক্তি ফলাফল সম্পর্কিত সাক্ষ্য আইনের ধারা কত? ক) ২৪ ধারা  খ) ২৫ ধারা  গ) ২৬ ধারা ঘ) ২৭ ধারা
৩৬। পুলিশ অফিসারের নিকট প্রদত্ত স্বীকারোক্তি ফলাফল কি? ক) প্রাসঙ্গিক হইবে  খ) অপ্রসঙ্গিক হইবে  গ) আংশিক প্রাসঙ্গিক ও আংশিক অপ্রসাঙ্গিক হইবে  ঘ) কোনটি নহে।
৩৭। আসামী পুলিশ হেফাজতে থাকাকালে ম্যাজিষ্ট্রেটের অনুপস্থিতিতে প্রদত্ত স্বীকারোক্তির ফলাফল কি?
ক) প্রাসঙ্গিক হইবে  খ) অপ্রাসঙ্গিক হইবে  গ) আংশিক প্রাসঙ্গিক ও আংশিক অপ্রাসঙ্গিক হইবে  ঘ) কোনটি নহে।
৩৮। আসামী পুলিশ হেফাজতে তখাকালে ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে প্রদত্ত স্বীকারোক্তির ফলাফল সম্পর্কিত সাক্ষ্য আইনের ধারা কত? ক) ২৪ ধারা খ) ২৫ ধারা গ) ২৬ ধারা ঘ) ২৭ ধারা
৩৯। দলিলের বিষয় ছাড়া সকল মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমান করা যাইবে- এই সম্পর্কিত সাক্ষ্য আইনের ধারা কত?ক) ৫৯ ধারা খ) ৬০ ধারা গ) ৬১ ধারা ঘ) ৬২ ধারা
৪০। মৌখিক সাক্ষ্য অবশ্যই প্রত্যক্ষ হইতে হইবে- এই সম্পর্কিত সাক্ষ্য আইনের ধারা কত?ক) ৫৯ ধারা খ) ৬০ ধারা গ) ৬১ ধারা ঘ) ৬২ ধারা
৪১। কোনটি উত্তম সাক্ষ্য?প্রত্যক্ষ সাক্ষ্য খ) গৌণ সাক্ষ্য গ) প্রাথমিক সাক্ষ্য ঘ) ক ও গ উভয়ই
৪২। কোন ধরণের মৌকিক সাক্ষ্য সাধারণত গ্রহণ যোগ্য নয়? ক) মৃত্যুকালীন ঘোষণা খ) জনশ্রুত সাক্ষ্য গ) প্রত্যক্ষ সাক্ষ্য ঘ) কোনটি নহে
৪৩। প্রাথমিক সাক্ষ্যের সংজ্ঞা সম্পর্কিত সাক্ষ্য আইনের ধারা কত? ক) ৫৯ ধারা খ) ৬০ ধারা গ) ৬১ ধারা ঘ) ৬২ ধারা
৪৫। গৌণ সাক্ষ্যের সংজ্ঞা সম্পর্কিত সাক্ষ্য আইনের ধারা কত? ক) ৫৯ ধারা খ) ৬০ ধারা গ) ৬১ ধারা ঘ) ৬২ ধারা
৪৬। জাবেদা নকল কোন ধরণের সাক্ষ্য? ক) প্রাথমিক সাক্ষ্য খ) মৌখিক সাক্ষ্য গ) মাধ্যমিক সাক্ষ্য ঘ) অবস্থাগত সাক্ষ্য
৪৭। ঈড়ঁহঃবৎ ঢ়ধৎঃ কোন ধরণের সাক্ষ্য? ক) প্রাথমিক সাক্ষ্য খ) মৌখিক সাক্ষ্য গ) অবস্থাগত সাক্ষ্য ঘ) ঝবপড়হফধৎু বারফবহপব
৪৯। কোন বিষয় সম্পর্কে আগত বস্তুসমূহ বিবেচনা করিয়া আদালত সেই বিষয়ের অস্তিত্ব আছে বলিয়া মনে করিলে, তাহাকে কি বলা হয়?
ক) প্রমাণিত খ) মিথ্যা প্রমাণিত গ) অপ্রমাণিত ঘ) প্রমাণিত নহে।
৫০। ফটোস্ট্যাট কপি কোন ধরণের সাক্ষ্য? ক) প্রাথমিক সাক্ষ্য খ) মৌখিক সাক্ষ্য গ) অবস্থাগত সাক্ষ্য ঘ) ঝবপড়হফধৎু বারফবহপব
৫১। নি¤েœর কোনটি গৌণ সাক্ষ্য নহে? ক) জাবেদা নকল খ) ফটোকপি গ) মূল দলিলের একাধিক অংশের যে কোন অংশ ঘ) যে ব্যক্তি নিজে কোন দলিল দেখিয়াছেন, তাহার দেওয়া ঐ দলিলের বিষয়বস্তু সম্পর্কে মৌখিক বিবরন
৫২। সরকারী দলিলের সংজ্ঞা সম্পর্কিত সাক্ষ্য আইনের ধারা কত?ক) ৭৪ ধারা খ) ৭৫ ধারা গ) ৭৬ ধারা ঘ) ৭৭ ধারা
৫৩। দলিলের সংজ্ঞা সাক্ষ্য আইনের কোন ধারায়? ক) ২ ধারায় খ) ৩ ধারায় গ) ৪ ধারায় ঘ) ৫ ধারায়
৫৪। কোনটি বে সরকারী দলিল?ক) সার্বভৌম কর্তৃপক্ষের লিখিত নথিপত্র খ) যে সকল দলিল সরকারী নহে গ) সাক্ষ্য আইনের ৭৪ ধারায় বর্ণিত দলিলগুলি ব্যতীত অন্য সকল দলিল ঘ) খ  বা গ
৫৫। সরকারের কর্তৃত্বাধীনে প্রণীত নকশা সম্পর্কে আদালত কি অনুমান করিবেন? ক) সরকার কর্তৃক প্রণীত খ) নির্ভুল গ) সঠিক ঘ) সবগুলি
৫৬। ত্রিশ বৎসরের পুরাতন দলিল সম্পর্কে আদালত কি অনুমান করিবেন? ক) সঠিক হস্তান্তর খ) সঠিক সম্পাদন গ) সঠিক সত্যায়ন  ঘ) সবগুলি
৫৭। সাক্ষ্য আইনে অন্তর্ভুক্ত নি¤েœর কোন ধারা ঘটনার অনুমানের উদাহরণ? ক)৭৯-৯০ ধারা খ) ১০৫ ধারা গ) ১১৪ ধারা ঘ) সবগুলি
৫৮। কোনটি ঘটনার অনুমানের অন্য নাম?ক) খন্ডনযোগ্য অনুমান খ) অনুমান করিতে পারে গ) অবশ্যই অনুমান করিবে, ঘ) সবগুলি
৫৯। যে দলিল দাখিলের নোটিশ দেওয়ার পরও দাখিল করা হয় নাই, সে দলিল সম্পর্কে আদালত কি অনুমান করিবেন?
ক) উক্ত দলিল আইনানুসারে স্ট্যাম্পযুক্ত খ) উক্ত দলিল আইনানুসারে সত্যায়িত গ) উক্ত দলিল আইনানুসারে সম্পদিত ঘ) সবগুলি
৬০। দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য ..........সাক্ষ্য আইনের ধারা কত?ক) ২৪-২৮ ধারা খ) ৫২-৫৫ ধারা গ) ৯০-১০০ ধারা ঘ) ১০১-১১২ ধারা।
৬১। চুক্তি মঞ্জুরী বা অন্য প্রকার সম্পত্তি বিধি ব্যবস্থায় শর্তাবলী দলিলের আকারে লিপিবদ্ধ হইলে, সংশ্লিষ্ট শর্তাবলী প্রমাণের জন্য কি ধরণের সাক্ষ্য দিতে হইবে? ক) সংশ্লিষ্ট দালিলিক সাক্ষ্য খ) মৌখিক সাক্ষ্য গ) জনশ্রুত সাক্ষ্য ঘ) অবস্থাগত সাক্ষ্য
৬২। সাক্ষ্য আইনের ৯১ ধারায় কয়টি ব্যতিক্রম আছে? ক) কোন ব্যতিক্রম নাই খ) ১ টি গ) ২ টি ঘ) ৩ টি
৬৩। মক্কেল কর্তৃক তাহার উকিলের নিকট কোন সম্পত্তি বিক্রয়ের চুক্তি প্রশ্ন বিদ্ধ হইলে, চুক্তি সত্যতা ও সরল বিশ্বাসের প্রমাণের দায়িত্ব কাহার উপর ন্যাস্ত?ক) মক্কেলের উপর খ) উকিলের উপর গ) ক ও খ উভয়ের উপর ঘ) কাহারও উপর নহে।
৬৪। সরল বিশ্বাস প্রমাণের দায়িত্ব সম্পর্কে সাক্ষ্য আইনের ধারা কত? ক) ১০৯ ধারা খ) ১১০ ধারা গ) ১১১ ধারা ঘ) ১১২ ধারা।
৬৫। মালিকানা প্রমাণের দায়িত্ব কাহার এই সম্পর্কিত সাক্ষ্য আইনের ধারা কত? ক) ১০৯ ধারা খ) ১১০ ধারা গ) ১১১ ধারা ঘ) ১১২ ধারা।
৬৬। চুরি হওয়ার পরই চোরাই মাল যাহার দখলে থাকে সে যদি তাহার দখলের কারণ দর্শাইতে না পারে, তবে আদালত কি অনুমান করিবেন?
ক) সে চুরি করিয়াছে, খ) সে চোরাই মাল গ্রহণ করিয়াছে গ) সে নির্দোষ ঘ) ক বা খ এর যে কোন একটি
৬৭। বিবাহ বলবৎ থাকাকালে সন্তান জন্মগ্রহণ করিলে, সেই সন্তান বৈধ- ইহা কোন ধরণের অনুমান?ক) খন্ডন যোগ্য অনুমান খ) ঘটনার অনুমান গ) চূড়ান্ত অনুমান ঘ) কোনটিই নহে।
৬৮। কোন ধারারর উদাহরণে বলা হইয়াছে যে দুষ্কর্মে সহযোগীতার বিবৃতি যদি না প্রয়োজনীয় তথ্যাদিসহ সমর্থিত হয় তবে তাহা বিশ্বাসের অযোগ্য?
ক) ১৪ ধারার উদাহরণ-খ খ) ১১৪ ধারার উদাহরণ-খ গ) ৩০ ধারার উদাহরণ-গ  ঘ) ৫৪ ধারার উদাহরণ-ক
৬৯। কত বৎসর যাবত কোন ব্যক্তির খবর না পাওয়া গেলে তাহার জীবিত থাকার বিষয় প্রমান করিতে হয়? ক) ৭ বৎসর খ)১৫ বৎসর গ) ৩০ বৎসর ঘ) ৩৫ বৎসর
৭০। ক, খ এর বিরুদ্ধে কোন চুক্তির অধীনে ঋণের টাকা আদায়ের জন্য মামলা করে। খ চুক্তিটির সম্পাদন স্বীকার করে এবং দাবি করে যে, ইহা প্রতারণার মাধ্যম আদায় করা হইয়াছিল। এই ক্ষেত্রে প্রমাণের দায়িত্ব কাহার উপর ন্যাস্ত হইবে? ক) ক এর উপর খ) খ এর উপর গ) ক ও খ উভয়ের উপর ঘ) স্বাক্ষীর উপর
৭১। যে ব্যক্তি জীবিত বলিয়া ত্রিশ বৎসর যাবত জ্ঞাত আছে তাহার মৃত্যু প্রমাণের দায়িত্ব সম্পর্কিত সাক্ষ্য আইনের ধারা কত?
ক) ১০৭ ধারা খ) ১০৮ ধারা গ) ১০৯ ধারা ঘ)১১০ ধারা
৭২। যে ব্যক্তি সম্পর্কে সাত বৎসর যাবত কোন খবর পাওয়া যায় না, সে যে জীবিত আছে তাহা প্রমাণের দায়িত্ব সম্পর্কিত সাক্ষ্য আইনের ধারা কত?
ক) ১০৭ ধারা খ) ১০৮ ধারা গ) ১০৯ ধারা ঘ)১১০ ধারা
৭৩। ফৌজদারী মামলায় আত্মরক্ষা মূলক পরিস্থিতির দাবি উঠিলে তাহা প্রমাণের দায়িত্ব কাহার?ক) অভিযোগকারীর খ) রাষ্ট্রের গ) উক্ত দাবি উত্থাপনকারীর ঘ) ক্ষতিগ্রস্ত ব্যক্তির
৭৪। যে ব্যক্তি জীবিত বলিয়া সাত বৎসর যাবত জ্ঞাত আছে তাহার মৃত্যু প্রমাণের দায়িত্ব কাহার?
ক) রাষ্ট্রের খ) উক্ত ব্যক্তি মৃত বলিয়া যে দাবি করে তাহার গ) উক্ত ব্যক্তির স্ত্রীর ঘ) যে কোন ব্যক্তি
৭৫।  যিনি সাক্ষ্য দেন, তাহাকে কি বলা হয়? ক) বাদী খ) বিবাদী গ) সাক্ষী ঘ) আইনজীবী
৭৬। কে সাক্ষ্য দিতে পারেন ? ক) ডিনি প্রশ্ন বুঝিয়া উত্তর দিতে পারে খ) যিনি প্রশ্ন বুঝিয়া উত্তর দিতে পারে না গ) কোমলমতি শিশু ঘ) বোবা সাক্ষী
৭৮। দেওয়ানী মামলায় নি¤েœর কোন ব্যক্তি সাক্ষ্য দিতে পারে? ক) শুধুমাত্র মামলার পক্ষগণ খ) যে কোন পক্ষের স্ত্রী গ) যে কোন পক্ষের স্বামী ঘ) বর্ণিত সবাই পারে।
৭৯। কোন আইনজীবিকে তাহার পেশা সম্পর্কিত বার্তা প্রকাশে বাধ্য করা যাইবে না”- ইহা সাক্ষ্য আইনের কত ধারায় বর্ণিত আছে?
ক) ১২৩ ধারা খ) ১২৪ ধারায় গ) ১২৫ ধারায় ঘ) ১২৬ ধারায়
৮০। কোন সাক্ষী কোন প্রশ্নের উত্তরে সে নিজেনউ অভিযক্ত হইয়া যাইতে পাবে, এই অজুহাতে উত্তরদান হইতে সাক্ষীকে অব্যাহতি দেওয়া যাইবে না’ ইহা সাক্ষ আইনের কোন ধারায় বলা আছে? ক) ১৩০ ধারায় খ) ১৩১ ধারায় গ) ১৩২  ধারায় ঘ) ১৩৩ ধারা
 ৮১। সাক্ষ্য আইনের ধারা ১১৪- এর উদাহরণ- “খ” এরই আইনের কোন ধারার সাথে পরস্পর  বিরোধীরূপে প্রতীয়মান হয়?
ক) ১৩২ ধারায় খ) ১৩৩ ধারায় গ) ১৩৪  ধারায় ঘ) ১৩৫ ধারা
৮২। জবানবন্দী (ঊীধসরহধঃরড়হ রহ ঈযরবভ), জেরা ( ঈৎড়ংং ঊীধসরহধঃরড়হ ) ও পুনঃ জবানবন্দীর (জব- ঊীধসরহধঃরড়হ) সংজ্ঞ সম্পর্কিত সাক্ষ্য আইনের ধারা কত?ক) ১৩৪ ধারায় খ) ১৩৫ ধারায় গ) ১৩৬  ধারায় ঘ) ১৩৭ ধারা
৮৩। কোনটি জবানবন্দী (ঊীধসরহধঃরড়হ রহ ঈযরবভ)?
ক)সাক্ষী উপস্থাপনকারী পক্ষ যখন নিজের সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করেন, খ) সাক্ষী উপস্থাপনকারী পক্ষের সাক্ষীকে যখন অপরপক্ষ জিজ্ঞাসাবাদ করেন, গ) প্রশ্নকারী ব্যক্তি যদি সাক্ষীকে এমন কোন প্রশ্ন করে, যাহার উত্তর ঐ প্রশ্নের মধ্যে লুকায়িত থাকে, ঘ) কোনটি নহে।
৮৪।খবধফরহম ছঁবংঃরড়হং কি?ক) ইঙ্গিতবাহী প্রশ্ন খ) যে প্রশ্নের মধ্যে প্রশ্নকর্তার কাক্সিক্ষত উত্তর লুকায়িত থাকে,  গ) যে প্রশ্নের উত্তর হ্যা বা না দ্বারা দেওয়া যায়,  ঘ) সবগুলি।
৮৫। ইঙ্গিতবাহী প্রশ্ন কখন করা যায়, এই সম্পর্কিত সাক্ষ্য আইনের ধারা কত? ক) ১৪১ ধারায় খ) ১৪২ ধারায় গ) ১৪৩ ধারায় ঘ) ১৪৪ ধারায়
৮৬। যে সাক্ষী যাহার পক্ষে আদালত সাক্ষ্য প্রদান করিতে আনে এবং সাক্ষ্য প্রদানের সময় যদি তাহার বিপক্ষে চলিয়া যায়, তবে সেই সাক্ষীকে কি বলা হয়? ক)  ইঙ্গিতবাহী সাক্ষী খ) অসমর্থনসূচক সাক্ষী গ) অপরাধের সহচর  ঘ) বৈরী সাক্ষী
৮৭। সাক্ষীকে বৈরী ঘোষণা করা হয় সাক্ষ্য আইনের কত ধারায়? ক) ১৫৩ ধারায় খ) ১৫৪ ধারায় গ) ১৫৫ ধারায় ঘ)১৫৬ ধারায়
৮৮। সাক্ষীর সাক্ষ্য গ্রহণ কালে অশ্লীল বা কুৎসাজনক প্রশ্নের ফলাফল কি? ক) আদালত এইরকম প্রশ্ন করিতে নিষেধ করিতে পারে, খ) যদি প্রশ্নটি মূল ঘঞটনা সম্পর্কিত হয় তবে তাহা করা যাইবে  গ) মূল ঘটনার অস্তিত্ব আছে কি না তাহা জানার জন্য জরুরী হইলে তাহা করা যাইতে পারে ঘ) ক, খ ও গ এ বর্ণিত সবগুলি
৮৯। সাক্ষীর সাক্ষ্য গ্রহণকালে অশ্লীল বা কুৎসাজনিত প্রশ্ন করিতে আদালত নিষেধ করিতে পারে, এই কথা সাক্ষ্য আইনের কোন ধারায় বলা আছে?
ক) ১৫০ ধারায় খ) ১৫১ ধারায় গ) ১৫২ ধারায় ঘ) ১৫৩ ধারায়
৯০। সাক্ষ্য আইনের কোন ধারায় এইরুপ নির্দেশনা আছে যে, একজন সাক্ষীর পূর্বে লিখিত বিবৃতিকে জেরা করা যাইবে? ক) ১৪৫ ধারায় খ) ১৪৬ ধারায় গ) ১৪৭ ধারায় ঘ) ১৪৮ ধারায়
৯১। সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অভিযোগ আনায়নের পদ্ধতি সম্পর্কিত বিধান সাক্ষ্য আইনের কত ধারায় বর্ণিত আছে?ক) ১৫৪ ধারায় খ) ১৫৫ ধারায় গ) ১৫৬ ধারায় ঘ) ১৫৭ ধারায়
৯৩। সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অভিযোগ আনয়নের পদ্ধতি কোনটি?
ক) যাহারা জানে সাক্ষী বিশ্বাসের অযোগ্য, তাহাদেরকে দিয়া সাক্ষ্য দেওয়াইয়া, খ) সাক্ষীকে ঘুষ দেওয়া হইয়াছে বা ঘুষের প্রস্তাবে সম্মত হইয়াছে, ইহা প্রমাণ করিয়া, গ) তাহার প্রদত্ত সাক্ষ্যের কোন অংশ তাহার পূর্ববর্তী বিবৃতির বিরোধী তাহা প্রমাণ করিয়া, ঘ) ক বা খ বা গ এ বর্ণিত সবগুলি
৯৪। স্মৃতি পুনরুজ্জীবীত করা সম্পর্কিত সাক্ষ্য আইনের ধারা কত? ক) ১৫৭ ধারা খ) ১৫৮ ধারা গ) ১৫৯ ধারা ঘ) ১৬০ ধারা
৯৫। কখন নিজের সাক্ষীকে বৈরী ঘোষনা করা হয়?  ক) সাক্ষী হাজির না হইলে, খ) উপস্থাপনকারীর পক্ষে সাক্ষ্য দিলে গ) বিপক্ষে সাক্ষ্য দিলে ঘ) অসুস্থ হইলে
৯৬। কে ঐড়ংঃরষব রিঃহবংং? ক) নিজের সাক্ষী খ) প্রতিপক্ষের সাক্ষী গ) বৈরী সাক্ষী ঘ) আদালতের সাক্ষী।
৯৭। কোন পক্ষ নিজ সাক্ষীকে একবার পরীক্ষার পর কোন কারণে পূণঃ পরীক্ষ (জব- ঊীধসরহধঃরড়হ) করিতে পারে?
ক) পূর্বের বক্তব্যে ভূল শোধরানো খ) পূর্বের বক্তব্য স্পষ্টীকরণ গ) কোন কিছু মিথ্যা প্রমাণ ঘ) বিশেষ মতামত বিষয়ে
৯৮। কোন সাক্ষীকে জেরা করার উদ্দেশ্য হইতেছে-ক) তাহার ব্যাক্তিত্বের ধারণ পরীক্ষা খ) ভিন্ন দাবি প্রতিষ্টা করা গ) তর্কিত বিষয়ে সত্য উদঘাটন ঘ) তাহার মর্যাদা পরীক্ষা।
৯৯। বোবা ব্যাক্তি কিভাবে সাক্ষ্য দিবে?ক) লিখিতে পারিলে লিখিতভাবে খ) আকার-ইঙ্গিতে গ) ‘ক’ বা ‘খ’ ঘ) মৌখিক ভাবে
১০০। কে সাক্ষ্যর গ্রহণযোগ্যতা নির্দারণ করিবেন? ক) জজ বা বিচারক খ) বাদীপক্ষ গ) বিবাদীপক্ষ ঘ) সাক্ষী নিজেই

No comments:

Post a Comment