Code of Civil Procedure

১।সমন জারির দিন হতে আদালতের অনুমতিসহ মোট কত দিনের মধ্যে লিখিত জবাব দাখিল করতে হয়? উত্তরঃ ৬০ কর্মদিন।
২। দেওয়ানী মোকদ্দমায় আদালতের অনুমতিসহ আত্ম পক্ষ সমর্থনের সর্বোচ্ছ মোয়াদ কত দিন? উত্তরঃ ৬০ কর্মদিন।
৩। সমন জারির দিন হতে কত কর্মদিনের মধ্যে জবাব দাখিল না করলে মামলায় একতরফা ডিক্রি হবে? উত্তরঃ ৬০ কর্মদিন ।
৪। সমন জারির ফিস প্রদান বা কোর্ট ফিস প্রদান না করার কারণে মোকদ্দমা খারিজ আদেশ রদ করার দরখাস্তের সময়সীমা কতদিন?
উত্তরঃ ৩০ কর্মদিন।
৫।পক্ষগণের অনুপস্থিতির জন্য মোকদ্দমা খারিজ আদেশ রদ করার আবেদন করার তামাদি মেয়াদ কত দিন?উত্তরঃ ৩০ কর্মদিন।
৬। বিনা জারিতে সমন ফেরত আসার কত দিনের মধ্যে নতুন করে সমন জারির আবেদন করতে হবে? উত্তরঃ ৩০ কর্মদিন ।
৭। বাদীর অনুপস্থিতির জন্য আদালত অনধিক কত টাকা খরচায় খারিজ আদেশ রদ করিতে পারে? উত্তর ঃ ১০০০টাকা
৮। বাদীর অনুপস্থিতির জন্য আদালত সর্বোচ্ছ কত বার খারিজ আদেশ রদ করিতে পারেন? উত্তরঃ ১বার।
৯। একতরফা ডিক্রি রদের আবেদন করার সময়সীমা কত দিন? উত্তরঃ ৩০ কর্মদিন।
১০। একতরফা ডিক্রির বিরুদ্ধে রিভিউ বা পূর্নবিবেচনার আবেদন করার সময়সীমা কত দিন? উত্তরঃ ৯০ কর্মদিন।
১১। দেওয়ানী কার্যবিধির ৯  আদেশের ১৩ক বিধির অনুসারে সরাসরি কত টাকা খরচায় একতরফা ডিক্রির রদ করা যায়?উত্তরঃ ৩০০০টাকা।
১২।একটি মোকদ্দমায় বিবাদীর আবেদনে কত বার একতরফা ডিক্রি রদ করা যায়? উত্তরঃ ১বার ।
১৩। কত দিনের মধ্যে মামলার মধ্যস্থতাকারী নিয়োগ করতে হয়? উত্তরঃ ১০ কর্মদিন।
১৪। পক্ষগণ মধ্যস্থতাকারী নিয়োগে ব্যর্থ হলে আদালত কত দিনের মধ্যেস্তাকারী নিয়োগ দিবেন? উত্তরঃ ৭ কর্মদিন।
১৫। মধ্যস্থতাকারী নিয়োগের কত দিনের মধ্যে সধ্যস্থতার কার্য সম্পাদন করতে হয়? উত্তরঃ ৬০ কর্মদিন।
১৬। মধ্যস্ততার কার্য নির্ধারিত দিনে সম্পন্ন না হলে আদালত নিজ উদ্যোগে বা পক্ষ গণের আবেদনক্রমে সর্বোচ্ছ কত দিন সময় বৃদ্ধি করিবেন?
উত্তরঃ ৩০ কর্মদিন।
১৭।মধ্য¯ড়তার কত দিনের মধ্যে আদলত রায় প্রদান করিবেন? উত্তরঃ ৭ দিন।
১৮। আরজি বা জবাবে প্রদানকৃত কোর্ট ফিস ফেরত দেওয়ার সার্টিফিকেট ইস্যুর কতদিনের মধ্যে মোকদ্দমার পক্ষগণ কোর্ট ফিস ফেরত পাবার অধিকারী? উত্তরঃ৬০ দিন।
১৯। বিচার্য বিষয় বা ইস্যু কত প্রকার? উত্তরঃ২ প্রকার। ১। তথ্যগত বিচার্য বিষয় ২। আইনগত বিচার্য বিষয়
২০। বিচার্য বিষয় নির্ধারণের পর আদালত কত দিনের মধ্যে মোকদ্দমার চূড়ান্ত শুনানীর দিন ধার্য করবেন? উত্তরঃ ১২০ দিন।
২১। আবিষ্কার বা উদঘাটন কত প্রকার? উত্তরঃ ২প্রকার  ১। জিঙ্গাসাবাদে উদঘাটন  ২। দলিলে উদঘাটন।
২২। বিচার্য বিষয় প্রনয়নের কত দিনের মধ্যে এক পক্ষ অপর পক্ষকে প্রশ্নাবলী প্রদান করবেন? উত্তরঃ ১০ দিন।
২৩। তথ্য উদঘাটনের জন্য মোকদ্দমায় একপক্ষ অপর পক্ষকে কত গুলো প্রশ্ন করতে পারবে? উত্তরঃ ১ সেট বা ১ প্রস্থ।
২৪। প্রশ্নমালা প্রদানের অনুমোতির আবেদন আদালতে দাখিল করা হলে আদালত উক্ত আবেদন বা দরখাস্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করবেন কত দিনের মধ্যে? উত্তরঃ ১৪ দিন।
২৫। প্রশ্নমালা রদ বা কর্তনের আবেদন প্রশ্নমালা জারির কত দিনের মধ্যে করতে হবে?   উত্তরঃ ৭দিন
২৬। প্রশ্নমালা জারির কত দিনের মধ্যে উত্তর প্রদান করতে হয়? উত্তরঃ ১০ দিন।
২৭। দলিল পরিদর্শনের নোটিশ প্রাপ্তির কত দিনের মধ্যে নোটিশ গ্রহনকারীকে আরেকটি নোটিশ প্রদান করবেন? উত্তরঃ ১০ দিন।
২৮। দলিল উপস্থাপনের জন্য নোটিশ প্রাপ্তির কত দিনের মধ্যে নোটিশ গ্রহণকারী নোটিশ প্রদান কারীকে আরেকটি নোটিশ প্রদান করবেন? উত্তরঃ ৩দিন।
২৯।সিপিসি কোডের ১৮ আদেশের ১৯ বিধি অনুসারে চূড়ান্ত শুনানীর দিন ধার্য্য হওয়ার কত দিনের মধ্যে আদালত মোকাদ্দমার শুনানী শেষ করবেন?
উত্তরঃ ১২০ দিন।
৩০। শুনানীর জন্য নির্ধারিত তারিখের কতদিন পূর্বে একপক্ষ অপর পক্ষকে মোকাদ্দমার তথ্যসমূহ স¦ীকারের জন্য নোটিশ প্রদান করিবেন? উত্তরঃ ৯ দিন।
৩১। শুনানীর জন্য নির্ধারিত তারিখের পূর্বে একপক্ষ অপরপক্ষকে মোকদ্দমার তথ্যসমূহ স¦ীকারের জন্য নোটিশ প্রদান করিলে আদালত ভিন্ন মত প্রকাশ না করিলে অপর পক্ষ নোটিশ জারির কত দিনের মধ্যে নোটিশের উল্লেখিত তথ্য স্বীকার বা অস্বীকার বা অবহেলা করিতে পারেন? উত্তরঃ ৬ দিন।
৩২।দোতরফা শুনানী বা চবৎবসঢ়ঃড়ৎু যবধৎরহম (চঐ) এর পূর্বে আদালত সর্বোচ্ছ কতটি শুনানী মূলতবীর আবেদন মঞ্জুর করতে পারবেন?
উত্তরঃ ৬ টি।
৩৩। দোতরফা শুনানী বা চবৎবসঢ়ঃড়ৎু যবধৎরহম (চঐ) এর পর্যায়ে বা পরে শুনানী মূলতবী রাখার বিধান নাই। তবে উপযুক্ত কারণ সাপেক্ষে আদালত কতটি সময় মঞ্জুর করতে পারেন? উত্তরঃ ৩টি।
 ৩৪। সীমার বাহিরে সর্বনি¤œ কত টাকা খরচায় আদালত সময় মূলতবীর আবেদন মঞ্জুর করিতে পারেন? উত্তরঃ ২০০ টাকা।
৩৫। সীমার বাহিরে সর্বোচ্ছ কত টাকা খরচায় আদালত সময় মূলতবীর আবেদন মঞ্জুর করিতে পারেন? উত্তরঃ ১০০০ টাকা।
৩৬। মোকদ্দমার মূলতবী খরচ প্রদানে ব্যর্থতার কারনে মোকদ্দমা খারিজ বা একতরফা ডিক্রি হলে তা রদ করার জন্য কত দিনের মধ্যে আবেদন করতে হয়? উত্তরঃ ৩০ দিন।
৩৭। মোকদ্দমার মূলতবী খরচ প্রদানে ব্যর্থতার কারণে মোকদ্দমা খারিজ বা একতরফ ডিক্রি হলে তা রদ করার জন্য আদালত কত টাকা খরচ প্রদানের আদেশ দিতে পারেন? উত্তরঃ ২০০০ টাকা।
৩৮। মোকাদ্দমা দায়েরের কত দিনের মধ্যে মোকদ্দমা স্থানাস্তরের আবেদন করিতে হয়? উত্তরঃ নির্ধারিত নাই।
৩৯। দেওয়ানি মোকাদ্দমায় বিবাদীকে সর্বোচ্ছ কত দিনের জন্য দেওয়ানি কয়েদে আটক রাখা যায়? উত্তরঃ ৬মাস।
৪০। দেওয়ানি মোকাদ্দমার বিষয়বস্তু যদি ৫০ টাকার বেশি নাহয় তবে উক্ত মোকদ্দমায় বিবাদীকে সর্বোচ্ছ কত দিনের জন্য দেওয়ানি কয়েদে আটক রাখা যায়? উত্তরঃ ৬ সপ্তাহ ।
৪১। যদি অস্থায়ী নিষেধাঙ্গার আদেশ কেউ অমান্য করে তবে আদালত তাকে কত দিনের জন্য দেওয়ানি কয়েদে আটক রাখার আদেশ দিতে পারে? উত্তরঃ ৬মাস।
৪২। যদি অস্থায়ী নিষেধাঙ্গার আদেশ অমান্য  করার কারণে আদালত  সম্পত্তি কোক্রের আদেশ দেন তবে তা কত দিনের বেশি স্থায়ী হবে না?
উত্তরঃ ১ বছর।
৪৩। দেওয়ানী আদালত কয়টি ক্ষেত্রে কমিশন ইস্যু করিতে পারেন? উত্তরঃ ৪ টি।
৪৪। সরেজমিনে তদন্তের জন্য করিশন প্রাপ্ত কমিশনার সর্বোচ্ছ কত দিনের মধ্যে রির্পোট প্রদান করিবেন? উত্তরঃ ৩মাস
 ৪৫। একটি মোকদ্দমায় আদালত কত বার কমিশন নিয়োগ করিতে পারেন? উত্তরঃ নির্ধারিত নাই।
৪৬। প্রত্যেক বাটোয়ারার জন্য কমিশনের কত টাকা পাইবেন? উত্তরঃ নির্ধারিত নাই।
৪৭। সরকারের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করিতে হইলে কত দিন পূর্বে  এ্যর্টনি জেনারেলকে  নোটিশ দিতে হবে? উত্তরঃ ২মাস।
৪৮। ইন্টারপিডার মামলায় বিবাদী হতে হবে কমপক্ষে কত জনে? উত্তরঃ ২জন।
৪৯। কতটি ক্ষেত্রে এক বিচারক কতৃক গৃহীত সাক্ষের ভিত্তিতে অন্য বিচারক কর্তৃক রায় ঘোষিত হতে পারে? উত্তরঃ ৩ টি।
৫০। দেওয়ানি মোকদ্দমায় রায় ঘোষণার কত দিনের মধ্যে ডিক্রি প্রদান করিতে হয়? উত্তরঃ ৭দিন।
৫১। নিষেধাঙ্গা ব্যতীত অন্য সকল ডিক্রি জারিতে কত দিনের মধ্যে আবেদন করতে হবে? উত্তরঃ ১২ বছর।
৫২। ডিক্রিজারিতে কত দিনের মধ্যে আবেদন করলে ডিক্রি দায়িককে কোন নোটিশ দিতে হবে না? উত্তরঃ ২ বছর।
৫৩। রিভিউ আবেদন করার সময় সংশ্লিষ্ট ডিক্রি বা আদেশের তারিখ হতে কত দিন? উত্তরঃ ৯০দিন।
৫৪। একটি ডিক্রির বিরুদ্ধে সর্বোচ্ছ কত বার রিভিউ আবেদন করা যায়? উত্তরঃ ১বার।
৫৫।দেওয়ানি কার্যবিধির ১১৫ ধারায় কতটি উপধারা আছে? উত্তরঃ ৫টি।
৫৬। কোন পক্ষের অনুরোধক্রমে আপিল আদালত সর্বোচ্ছ কত বার আপীলের শুনানী মূলতবী করিতে পারেন? উত্তরঃ ৩ বার।
৫৭।আদেশ বা ডিক্রির বিরুদ্ধে আপীল দায়ের করিতে জেলা পর্যায়ে কতটি আপীল আদালত আছে? উত্তরঃ১টি।
৫৮। জেলা পর্যায়ের কয়টি  আদালতের ডিক্রির বিরুদ্ধে জেলা পর্যায়ে আপীল দায়েরের বিধান নাই? উত্তরঃ ২টি।
৫৯। প্রশ্নমালা অযৌক্তিক বা কুৎসামূলক হলে তা দাখিলের কত দিনের মধ্যে আবেদন করতে হবে? উত্তরঃ ১০ দিন।
৬০। একতরফা ডিক্রির বিরুদ্ধে অর্থঋণ আদালত  আইনে কয় ধরণের প্রতিকার আছে? উত্তরঃ ২ ধরনের।
৬১। উপযুক্ত কারণ ব্যতিত গ্রেফতার ক্রোক বা অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিলে বিবাদী কত টাকা পর্যপ্ত জরিমানা পেতে পারে?
উত্তরঃ ১০০০ টাকা থেকে ৫০০০ টাকা পর্যন্ত।
৬২। আদালত কোন মামলার ব্যয়ের উপর কতটুকু সুদ ধার্য করিতে পারেন ?
৬৩। দেওয়ানি কার্যবিধি অনুযায়ী সাক্ষী হাজির না হলে কত টাকা জরিমানা করা যেতে পারে? উত্তরঃ ৫০০ টাকা।
৬৪। দেওয়ানি কার্যবিধি অনুযায়ি নিষেধাঙ্গা সাধারণ কত প্রকার? উত্তরঃ ২ প্রকার । ১। স্থায়ী নিষেধাজ্ঞা   ২। অস্থায়ী নিষেধাঙ্গা
৬৫। কয়টি কারণে অস্থায়ী  নিষেধাজ্ঞা মঞ্জুর করা যেতে পারে? উত্তরঃ ৪টি।
৬৬। দেওয়ানি কার্যবিধি অনুযায়ী সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য প্রাপ্ত নাবালকের বয়স হতে হবে? উত্তরঃ ২১ বছর।
৬৭। ছানী মোকদ্দমা কত প্রকার ? উত্তরঃ ৩ প্রকার।
৬৮। ওয়ারেশকায়েম দাখিলের সময়সীমা কত দিন? উত্তরঃ ৯০ দিন।
৬৯। নির্ধারিত সময়ের মধ্যে ওয়ারেশ কায়েম দাখিলের ব্যর্থতায় মোকদ্দমা বাতিল রদের জন্য কত দিনের মধ্যে আবেদন করতে হবে? উত্তরঃ ৬০ দিন।
৭০। ডিক্রি জারির ধরণ কয়টি? উত্তরঃ ৫টি ।
৭১। প্রতারনামুলক একতরফা ডিক্রি রদের মামলা করতে দিনের মধ্যে? উত্তরঃ ৩বছর।
৭২। নিলাম বিক্রয় রদের জন্য মামলা করতে হয় কত দিনের মধ্যে ? উত্তরঃ ৩০ দিন।
৭৩।বিক্রয় কার্যক্রমে গুরুতর অনিয়মের জন্য বিশেষ ক্ষতি সাধিত হলে কত দিনের মধ্যে তা বাতিল করা যাবে? উত্তরঃ ৯০দিন।
৭৪।কোন দেওয়ানি মামলায় ডিক্রি প্রচারের পর কত দিনের মধ্যে ডিক্রি প্রস্তুত করিতে হয়? উত্তরঃ ৭ দিন।
৭৫। একটি মামলায় মুল্যমান সংশোধনের সর্বাধিক সময় কত দিন? উত্তরঃ ২১ দিন।
৭৬। সমন কত দিনের মধ্যে  জারি না করিলে সংশিষ্ট জারিকারক কর্মকর্তা অসদাচারণের জন্য দায়ী হইবেন? উত্তরঃ ৩০ দিন।
৭৭। আদালতের ইহার দৈনিক কার্য তালিকায় আংশিক শ্রুতসহ চূড়ান্ত শুনানীর জন্য সর্বাধিক কয়টি মামলা নির্ধারিত করিতে পারেন? উত্তরঃ ৫টি ।
৭৮। দেওয়ানি কার্যবিধির আদেশ ৩৯ এ কতটি ধারা আছে? উত্তরঃ ১০ টি ।
৭৯। দেওয়ানি মোকদ্দমায় কয় ধরণের পক্ষ থাকে? উত্তরঃ ২ ধরণের।  ১। বাদী পক্ষ  ২। বিবাদী পক্ষ।
৮০। সরকার পক্ষকে নোটিশ প্রদান না করে দেওয়ানী মামলা দায়ের করিলে সরকার - বিবাদীকে তার লিখিত জবাব দাখিলের জন্য আদালত কত দিন সময় দিবেন? উত্তরঃ ৯০ দিন।
৮১। ডিক্রি জারিমূলে কোন সম্পত্তি নিলামে বিক্রির তারিখের কত দিনের মধ্যে মূল্যে আদালতে জমা দিতে হবে? উত্তরঃ ১৫ দিন।
৮২। ডিক্রি জারিতে বাধা প্রদান করিলে বাধাদানকারীকে আদালত কত দিন দেওয়ানি কয়েদে আটক রাখবেন? উত্তরঃ ১০ দিন।
৮৩। অস্থায়ী নিষেধাঙ্গার আবেদনকারী অপর পক্ষকে নোটিশ দিলে উক্ত নোটিশ বিনা জারিকে ফেরত আসলে পুনরায় কত দিনের মধ্যে আবার নোটিশ দিতে হবে? উত্তরঃ ৭ দিন।
৮৪। জেলাজজের রায় ও ডিক্রির বিরুদ্ধে  কতদিনের মধ্যে হইকোর্ট আপীল করতে হয় ? উত্তরঃ ৯০ দিন।
৮৫। আপীল খারিজ হবার কত দিনের মধ্যে এফিডেভিট সহযোগে আদালতে কোন দরখাস্ত করিলে আদালত  সরাসরি আপীল পুনঃগ্রহন করিতে পারেন? উত্তরঃ ৩০ দিন।
৮৬। দেওয়ানী কার্যবিধির ১১৫ ধারা অনুসারে কয় ধরনের আদালতের রিভিশন এখতিয়ার আছে? উত্তরঃ ২ ধরণের।
৮৭। দেওয়ানী মামলায় সর্বোচ্ছ কত টাকা ক্ষতি পূরণ দেওয়া যায়? উত্তরঃ ২৫,০০০ টাকা।
৮৮। দেওয়ানী আদালতের বিচারিক আদালত কয়টি?
উত্তরঃ ৩টি ।  ১। সহকারী জজ আদালত   ২। সিনিয়র সহকারী জজ আদালত  ৩।যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত
৮৯। কয়টি কারণে একটি দেওয়ানী মামলা প্রত্যাহার বা দাবীর আংশিক পরিত্যাগ করা যায়?
উত্তরঃ ২টি  ১। কিছু রীতিবদ্ধ ত্রুটির কারণে মামলাটি ব্যর্থ হবার সম্ভাবনা থাকিলে  ২। নতুন করে মামলা করার যথেষ্ট অজুহাত থাকিলে।
৯০। আপীল আদালতের ক্ষমতা কয়টি?
উত্তরঃ ৪ টি  ১। মামলা চুড়ান্তভাবে নিষ্পত্তি ২। পনবিচারের জন্য প্রেরণ  ৩। বিচার্য বিষয় গঠন করা ৪। অতিরিক্ত সাক্ষ্য গঠন করা।
৯১। রেফারেন্স গ্রহণের কত দিনের মধ্যে পক্ষসমূহ মধ্যস্ততা করবে কি করবে না তা আদালতকে অবহিত করবেন? উত্তরঃ ১০ দিন।
৯২।মামলার আবশ্যকীয় বিষয় কয়টি? উত্তরঃ ৪ টি ।
৯৩। কয় ধরণের ফি স্ট্যাম্পের বিধান আছে? উত্তরঃ ২ ধরণের।  ১। নির্ধারিত কোর্ট পি  ২।মুল্যানুপাতিক


#216638

No comments:

Post a Comment