Friday, 23 September 2016

Bangladesh Bar Council Exam MCQ Model Test -2016

 বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষা- এম সি কিউ-২০১৬

দেওয়ানী কার্যবিধি -১৯০৮

রিভাইজড ইসু

১।দেওয়ানী কার্যবিধি প্রথম কবে প্রণীত হয় ?  (ক) ১৮৫৭ (খ) ১৮৫৯ (গ) ১৮৭৭ (ঘ) ১৮৮২
২।দেওয়ানী কার্যবিধি কি আইন ?(ক) পদ্ধতিগত আইন (খ) অছিব্যজ্ঞক আইন ও পদ্ধতিগত আইনের সংমিশ্রন (গ) বিধিবদ্ধআইন (ঘ) খ ও গ
৩।দেওয়ানী কার্যবিধি কবে প্রকাশিত হয় ? (ক) ২২ শে মার্চ ১৯০৮ (খ) ২১ শে মার্চ ১৯০৮ (গ) ২১ শে মার্চ ১৯০৯ (ঘ) কোনটাই নয়।
৪।দেওয়ানী কার্যবিধি কার্যকর হয় কবে থেকে ? (ক) ১ লা জানুয়ারী ১৯০৮ (খ) ১ লা জানুয়ারী ১৯০৯ (গ) ১লা জুলাই ১০৯৮ (ঘ) কোনটাই নয়।
৫।(ক)দেওয়ানী কার্যবিধিতে কয়টি ধারা আছে ?
(ক) ধারা ১৫৮টি আদেশ ৫০টি (খ) ধারা ১৫৮ টি আদেশ ৫১টি (গ)ধারা ১৫৫টি আদেশ ৫১টি (ঘ)ধারা ১৫৫টি আদেশ ৫০টি