বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষা- এম সি কিউ-২০১৬
দেওয়ানী কার্যবিধি -১৯০৮
রিভাইজড ইসু
১।দেওয়ানী কার্যবিধি প্রথম কবে প্রণীত হয় ? (ক) ১৮৫৭ (খ) ১৮৫৯ (গ) ১৮৭৭ (ঘ) ১৮৮২
২।দেওয়ানী কার্যবিধি কি আইন ?(ক) পদ্ধতিগত আইন (খ) অছিব্যজ্ঞক আইন ও পদ্ধতিগত আইনের সংমিশ্রন (গ) বিধিবদ্ধআইন (ঘ) খ ও গ
৩।দেওয়ানী কার্যবিধি কবে প্রকাশিত হয় ? (ক) ২২ শে মার্চ ১৯০৮ (খ) ২১ শে মার্চ ১৯০৮ (গ) ২১ শে মার্চ ১৯০৯ (ঘ) কোনটাই নয়।
৪।দেওয়ানী কার্যবিধি কার্যকর হয় কবে থেকে ? (ক) ১ লা জানুয়ারী ১৯০৮ (খ) ১ লা জানুয়ারী ১৯০৯ (গ) ১লা জুলাই ১০৯৮ (ঘ) কোনটাই নয়।
৫।(ক)দেওয়ানী কার্যবিধিতে কয়টি ধারা আছে ?
(ক) ধারা ১৫৮টি আদেশ ৫০টি (খ) ধারা ১৫৮ টি আদেশ ৫১টি (গ)ধারা ১৫৫টি আদেশ ৫১টি (ঘ)ধারা ১৫৫টি আদেশ ৫০টি
৬।ডিক্রির সংঁঁজ্ঞা কোথায় বলা হয়েছে ? (ক)২(১) ধারা (খ) ২(২) ধারা(গ)২(৩) ধারা (ঘ) কোনটাই নয় ।
৭।বিতর্কিত বিষয়ে (ওংংঁব) ও পক্ষ সমুহের অধিকার চুড়ান্তভাবে নির্ধরিত কিসের তুল্য ? (ক) আদেশ (খ) ডিাক্র (গ) রায় (ঘ)কোনটাই নয়
৮। ডিক্রি মুলত কয় প্রকার ? (ক) ২ প্রকার (খ) ৩ প্রকার (গ) ৪ প্রকার (ঘ) কোনটাই নয়
৯। ন্যায়নির্নয়কারী রায়ের বিরুদ্ধে আপিলের মত আপিল করা কিসের তুল্য ?(ক) আদেশ (খ) ডিক্রি (গ) রায় (ঘ) ক+খ
১০।প্রাথমিক ডিক্রি কোন মোকদ্দমায় দেওয়া হয় ?(ক) চুক্তি প্রধানের মোকদ্দমায়(খ) ঘোষণামুলক মোকদ্দমায়(গ) টাইশন মোকদ্দমায় (ঘ) ক+খ
১১।প্রাথমিক ডিক্রি কি?(ক)যখন মামলা চুড়ান্ত নিষ্পত্তির জন্য আরও ব্যবস্থা গ্রহনের প্রয়োজন হয় (খ) প্রাথমিকভাবে চুড়ান্ত নিষ্পত্তি হয়(গ) চুড়ান্ত নিষ্পত্তিতে আরও ব্যবস্থা গ্রহণের প্রয়োজন হয় (ঘ) ক ও গ উভয়ই
১২।দেওয়ানী আইনের বিচরকৃত সিদ্ধান্ত কয় প্রকার ? (ক)২ প্রকার (খ) ৩ প্রকার (গ) ৪ প্রকার (ঘ) কোনটাই নয়
১৩।আদালতের বিচারকৃত সিদ্ধান্ত ২ প্রকার কিকি? (ক) আদেশ ও ডিক্রি (খ)আদেশ ও রায় (গ) রায় ও ডিক্রি (ঘ) ক ও গ
১৪।ডিক্রি ও আদেশের পার্থক্য বিবেচনা করিতে হয়?
(ক) প্রচার রীতিতে (খ) সিদ্ধন্তের ধরণে (গ) উভয়ের ক্ষেত্রে আনুষ্ঠানিক রায় প্রকাশেরমাধ্যমে বিচাকের রায় (ঘ) ক ও গ উভয়ই
১৫।ডিক্রির উপাদান কি ?(ক) সিদ্ধান্ত অবশ্যই মোকদ্দমায় প্রচারিত হইবে (খ) সিদ্ধান্ত অবশ্যই মোকদ্দমার পক্ষগণের উক্তি সকল কিংবা একটি বিষয়ের উপর অধিকার সমর্পিত হইবে। (গ) সিদ্ধান্ত অবশ্যই আদালত কতৃৃক আনুষ্ঠানিকভাবে প্রচারিত হইতে হইবে। (ঘ)উপরোক্ত সবগুলো
১৬।মৌলিক বিষয়বস্তর উপর ভিত্তি করিয়া মামলা বাতিলের আদেশ?
ক) আরজী খারিজের সমতুল্য (খ) ২ (২) ধারায় ডিক্রি তুল্য (গ) আপীলযোগ্য (ঘ) উপরোক্ত সবগুলো
১৭।উভয়পক্ষের শুনানিতে যে ডিক্রি দেওয়া হয় তাহাকে কি বলে ? (ক) একতরফা ডিক্রি (খ) দোতরফা ডিক্রি (গ) সোলে ডিক্রি (ঘ) কোনটাই নয়
১৮।এক পক্ষের কথা শুনিয়া অপর পক্ষের কথা না শুনিয়া যে রায় দেওয়া হয় তাহাকে বলে?
(ক) ঊীঢ়ধৎঃব উবপৎবব (খ) একতরফা ডিক্রি (গ) ক ও খ উভয়ই (ঘ) সোলে ডিক্রি
১৯ ।একতরফা ডিক্রির ক্ষেত্রে কোনটি বাধ্যতামুলক? (ক) বিবাদির অনুপস্থিতি (খ)সমনজারি (গ) বাদির উপস্থিতিতে (ঘ) কোনটাই নয়
২০।নির কোনটি আংশিক বা সম্পুর্ণভাবে প্রদানকৃত হইতে পারে।(ক) সোলে ডিক্রি (খ) ডিক্রি (গ) আদেশ (ঘ) ক ও খ উভয়ই
২১।নি¤েœর কোনটি প্রাথমিক বা চুড়ান্তভাবে হইতে পারে? (ক) ডিক্রি (খ) আদেশ (গ) রিভিউ (ঘ) কোনটাই নয়
২২।কোনটি আপিল যোগ্য? (ক) রেস্টিটিউশন (খ) তদ্বীরকারকের ব্যর্থতা (গ) মোকদ্দমার মুল্যমান সঠিক হলে(ঘ) কোনটির ঘাটতি না থাকিলে
২৩।যে সকল আদেশের বিরুদ্ধে আপীল করা যায় তাহা কিসের তুল্য ?
(ক) ডিক্রি তুল্য (খ) ২(২) ধারার বিধান মোতাবেক আপীলযোগ্য (গ) ১০৪ ধারার বিধান মোতাবেক বিবিধআপীল যোগ্য (ঘ) উপরোক্ত সবগুলো
২৪।নিচের কোনটি আপীলযোগ্য ? (ক) রায় (খ) ডিক্রী (গ) আদেশ (ঘ) ক ও খ উভয়ই
২৫।যাহার পক্ষে ডিক্রি দেওয়া হয় ? (ক) ডিক্রিদার (খ) উবপৎবব ঐড়ষফবৎ (গ) রায়দেনাদার (ঘ) ক ও খ উভয়ই
২৬।যাহার বিপক্ষে ডিক্রি হয় তাকে বলে? (ক) ঔঁফমসবহঃ উবনঃড়ৎ (খ) রায় দেনাদার (গ) দায়িক (ঘ) উপরোক্ত সবগুলো
২৭।ডিক্রিদারের সংজ্ঞা কোথায় বলা আছে ?(ক) ২(১) ধারায় (খ) ২(২) ধারায় (গ) ২(৩) ধারায় (ঘ) ২(৪) ধারায়
২৮।রায় দেনাদারের সংজ্ঞা কোথায় বলা আছে ? (ক) ২/৯ ধারায় (খ) ২/১০ ধারায় (গ) ২/১১ ধারায় (ঘ) ২/১২ ধারায়
২৯।সপ্পর্ত্তির ওয়াশিলাত কি? (ক) অন্তবর্তীকালীন মুনাফা (খ) গবংহব ঢ়ৎড়ভরঃ (গ) দায়িক কতৃক প্রদেয় অর্থ (ঘ) ক ও খ উভয়ই
৩০।বিদেশী আদালত বলিতে ? (ক) যাহা বাংলাদেশের বাহিরে অবস্থিত (খ) বাংলাদেশে যাহার কোন কর্তৃত্ব নাই (গ) যাহা সরকার স্থাপন করে নাই (ঘ) সবগুলো
৩১।বিদেশী আদালতের উপাদান কয়টি? (ক) ২টি (খ) ৩টি (গ) ৪ টি (ঘ) কোনটিই নয়।
৩২। বিদেশী আদালতের উপাদান কি? (ক) যাহা বাংলদেশের বাহিরে অবস্থিত (খ) বাংদেশে যাহার কোন কর্তত্ব নাই (গ) যাহা সরকার স্থাপন করে নাই (ঘ)সবগুলো।
৩৩। বিদেশী আদালতের সংজ্ঞা কোথায় বলা আছে? (ক) ২(৪) ধারা (খ) ২(৫) ধারা (গ) ২ (৬) ধারা (ঘ) ২ (৭) ধারা
৩৪। বিধি বলিতে কি বুঝবে? (ক) বিধি মালা (খ) জঁষবং (গ) ক ও খ উভয়ই (ঘ) ইপরোক্ত সবগুলো
৩৫। দেওয়ানী কার্যাবিধিতে দেওয়ানী আদেশ কয় প্রকার? ক) ৫ প্রকার খ) ৬ প্রকার গ) ৪ প্রকার ঘ) ৩ প্রকার।
৩৭। ডিক্রীর অন্তভুক্তির বিষয় কি? ক) প্রত্যর্পনের আদেশ খ) আরজী খারিজ গ) ক ও খ উভয়ই ঘ)সবগুলো।
৩৮। ডিক্রীর অন্তভুক্তির বিষয় নয়?
ক) আদালতের নির্দেশ পালনে ব্যর্থতায় মোকদ্দমা খারিজ খ) যে সককল আদেশের বিরুদ্ধে আপীল করা যায় গ) ক ও খ উভয় ঘ) উপরোক্ত সবগুলো
৩৯। ডিক্রীর অন্তভূক্তির বিষয় কি? ক) আরজী খরিজ খ) প্রত্যর্থননের আদেশ গ) যে সকর আদেশের বিরুদ্ধে: আপীলকরা যায় ঘ) উপরোক্ত সবগুলো
৪০। তদ্বীরের অভাবের মোকদ্দমা খরিজের সিদ্ধান্ত কি? ক) আদেশ খ) ডিক্রী গ) প্রত্যার্পনের আদেশ ঘ) উপরোক্ত সবগুলো
৪১। দেওয়ানী কার্যাবিধিতে মোট কত প্রকার ডিক্রী ?ক) ২ পকার খ) ৩ প্রকার গ) ৪ প্রকার ঘ) ৫ প্রকার
৪২। ডিক্রী মুলত ২ প্রকার ব্যতিত আরও কি কি ডিক্রী আছে? ক) এক প্রকার ডিক্রা খ) দো তরফা ডিক্রী গ) সোলে ডিক্রী ঘ) উপরোক্ত সবগুলো
৪৩। নিচের কোনটির ক্ষেত্রে মোকদ্দমার গুনাগুণ(গবৎরঃ) বিবেচনা করা হয় না? ক) দোতরফা ডিক্রীর ক্ষেত্রে খ) একতরফা ডিক্রীর ক্ষেত্রে গ) চুড়ান্ত ডিক্রীরক্ষেত্রে ঘ) উপরোক্ত কোনটি নয়?
৪৫। ঈ চ ঈ এর পূণাঙ্গরুপ কি? ক) ঈরারষ চৎড়পবফঁৎব ঈড়ফব খ) ঈড়ফব ড়ভ ঈরারষ চৎড়পবফঁৎব গ) ঈড়ফব ভড়ৎ ঈরারষ চৎড়পবফঁৎব ঘ) ঈরারষ চৎড়পবফঁৎব ড়ভ ঈড়ফব
৪৬ । আদালতের নির্দেশ পালনের ব্যর্থতায় আরজী খরিজের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিকার কি? ক) আপীল খ) রিভিশন গ) রিভিউ ঘ) কোনটা নয়
৪৭। খারিজ শব্দের অর্থ কি? ক) বাতিল খ) রিজেকট গ) নাকচ ঘ) উপরোক্ত সবগুলো
৪৮। এচ অর্থ কি? ক) এড়াবৎহসবহঃ ঢ়ষবধফবৎ খ) আইজীবি বা উকিল গ) এড়াবৎহসবহঃ ঢ়ষধরহঃরভভ ঘ) সবগুলো
৪৯। সরকারী উকিলের সংজ্ঞা কত ধারায় ? ক) ২ (৭) ধারায় খ) ২(৮) ধারায় গ) ২(৬) ধারায় ঘ) ২(৯) ধারা
৫০। জজ কে? ক) বিচারক খ) দেওয়ানী আদালতের মুল বিচারক গ) চৎবংরফরহম ড়ভভরপবৎ ড়ভ ধ ঈরারষ ঈড়ঁৎঃ ঘ) উপরোক্ত সবগুলো
৫১। বিচারক বলিতে বুঝার ? ক) জজ খ) ম্যাজিষ্টের্ট গ) হাকিম ঘ) নিবাহী কর্মকর্তা
৫২। জজ বলিতে বুঝায় ? ক) ম্যজিষ্ট্রের্ট খ) মহানর হাকিম গ) জেলা ম্যাজিষ্ট্রের্ট ঘ) কোনটাই নয়
৫৩। জজ বা বিচারকের সংজ্ঞা কোথায়? ক) ২(৮) ধারায় খ) ২(৭) ধারা গ) ২(৯) ধারায় ঘ) ২(৫) ধারায়
৫৪। রায় বলিতে বুঝায়?
ক) ডিক্রী বা আদেশের ভিত্তি হিসাবে বিচারক যে বর্ণনা দেন খ) ডিক্রী ও আদেশের ভিত্তি স্বরুপ বিচারক কর্তৃক বিবৃতি গ) ডিক্রীর ভিত্তি স্বরুপ বিচারক কর্তৃক বিবৃতি ঘ) ক ও গ উভয়ই
৫৫। রায়ের প্রতিশব্দ কি? ক) ঔঁফমসবহঃ খ)ঔঁফমবসবহঃ গ) ঔঁফমসবহফ ঘ) কোনটাই নয়
৫৬। রায়ের বিধান কোযার বলা হয়েছে? ক) ২(৮) ধারায় খ) ২(৯) ধারায় গ) ২(১৫) ধারা ঘ) ২(৭) ধারায়
৫৭। রায়ের বিষয়বস্তু কি? ক) মোকাদ্দমার বিবরণ খ) বিচার্য বিষয় গ) সিদ্ধান্ত সমুহ ঘ) উপরোক্ত সবগুলো
৫৮। কোনটি রায়ের বিষয়বস্তু? ক) আরজরি বিবরণ খ) তথ্যগত বিচার্য বিষয় গ) সিদ্ধান্ত সমুহের যুক্তি ঘ) সব গুলো
৫৯। কোনটি রায়ের বিষয়বস্তু নহে? ক) ডিক্রীর পক্ষ খ) তথ্যগত বিবৃতি গ) আইনগত বিচার্য বিষয় ঘ) মোকদ্দমার সিদ্ধান্ত সমুহ
৬০। রায় কি ভাবে ঘোষিত হয়?
ক) প্রকাশ্য আদালতে খ) আদালত যে ভাবে মনে করে সে মতে ভাবে ঘোষনা দিতে পারে গ) ডিক্রী যে ভাবে প্রদান করে সে ভাবে রায় ঘোষনা হতে পারে ঘ) ক ও খ উভয়
৬১। কোনটি আপীলযোগ্য? ক) রায় খ) ডিক্রী গ) ক ও খ উভয় ঘ) উপরোক্ত সবগুলো
৬২। রায় মুলত কতপ্রকার? ক) ২ প্রকার খ) ৩ প্রকার গ) ৪ প্রকার ঘ) কোন প্রকার নাই
৬৩। বৈধ প্রতিনিধির শর্তাবলী কি ? ?
ক) যে লোক আইনগত ভাবে মৃত লোকের সম্পত্তির প্রতিনিধিত্ব করে খ) যে লোক মৃত ব্যক্তির সম্পত্তির পারিচালনা করে গ) যে লোক প্রতিনিধি হিসাবে মামলা করেন ঘ) উপরোক্ত সবগুলো
৬৪। খবমধষ জবঢ়ৎবংবহঃধঃরাব এর সংজ্ঞা কোথায় আছে? ক) ২(৯) ধারায় খ) ২(৮) ধারা গ) ২ (১০) ধারায় ঘ) ২(১১) ধারায়
৬৫। কোনটি অস্থিব্যঞ্জক আইন? ক) দেওয়ানী আদালত আইন ১৮৮৭ খ) দন্ডবিধি ১৮৬০ গ) সাক্ষ্য আইন ১৮৭২ ঘ) ক ও খ উভয়ই আইন।
৬৬। মূল আইনের প্রতি শব্দ কি? ক) ঝঁনংঃধহঃরাব খধি খ) ঝঁনলবপঃরাব খধি গ) অফলবপঃরাব খধি ঘ) ঝঁনড়ৎফরহধঃব খধি
৬৭। পদ্বতিগত আইনের প্রতিশ্ব্দ কি? ক) চৎড়পবফঁৎধষ খধি খ) অফলবপঃরাব খধি ঘ) ক ও খ উভয়ই ঘ) সবগুলো
৬৮। বিধিবদ্ধ আইনের প্রি তশব্দ কি ? ক) ঝঃধঃঁধৎু খধি খ) ঝঃধহফধৎফ খধি গ) ঝঁনড়ৎফরহধঃব খধি ঘ) ঝঁৎবভরৎব ষধি
৬৯। পদ্ধতিগত আইনের সমর্থন সুলক শব্দ কোনটি? ক) কার্য বিধি খ) কার্য প্রনালী গ) ক ও খ উভয় ঘ) সবগুলো
৭০। কোনটি বিধিবদ্ধ আইন? ক) দেওয়ানী কার্য বিধি ১৯০৮ খ) ফৌজদারী কার্য বিধি ১৮৯৮ গ) সুনিদিষ্ট প্রতিকার আইন ১৮৭৭ ঘ) উপরোক্ত সবগুলো
৭১। দেওয়ানী কার্যবিধি কি আইন ? ক) বিধিবদ্ধ আইন খ) গ) মুল আইন ও পদ্ধতিগত আইনের সংমিশ্রন ঘ) উপরোক্ত সবগুলো
৭২। নিচের কোনটি সয়ংসম্পর্ন আইন ? ক) দেওয়ানী কার্যবিধি ১৯০৮ খ) তামাদী আইন ১৯০৮ গ) ক ও ক উভয়ই ঘ) সবগুলো
৭৩।কোনটি সয়ং সম্পূর্ণ আইন নয়? ক) দেওয়ানী কার্যবিধি ১৯০৮ খ) তামাদী আইন ১৯০৮ গ) ক ও ক উভয়ই ঘ) সবগুলো
৭৪। বিধিবদ্ধ আইন কি?
ক) সার্বভৌম কর্তৃপক্ষ কর্তৃক আইন খ) জাতীয় সংসদ কর্তৃক প্রনীত আইন গ) জাতীয় সংসদ কর্তৃক ২/৩ অংশ ভোটে প্রনীত আইন ঘ) উপরোক্ত সবগুলো
৭৫। জেলা বলিতে কি বুঝায়? ক) মৌলিক এখতিয়ার সম্পন্ন দেওয়ানী আদালতের স্থানীয় অধিক্ষেত্র খ) হাইকোট বিভাগের সাধারন মৌলিক দেওয়ানী এখতিয়ারের স্থানীয় এলাকা গ) জেলা আদালত ঘ) উপরোক্তি সবগুলো
৭৬। জেলা বা জেলা আদালতের সংজ্ঞা কোথায় বলা আছে ? ক) ২(৪) ধারায় খ) ২(৫) ধারায় গ) ২(৬) ধারা ঘ) ২(৩) ধারায়
৭৭। সরকারী কর্মকর্তার সংজ্ঞা কোথায় বলা আছে ক) ২(১৫) ধারায় খ) ২(১৬) ধারায় গ) ২(১৭) ধারা ঘ) ২(১৮) ধারায়
৭৮। দেওয়ানী কার্যবিধিতে কয় প্রকার সরকারী কর্মকর্তার কথা বলা হয়েছে (ক) ৮ প্রকার ক) ১২ প্রকার ক) ১৬প্রকার ক) ১০ প্রকার
৭৯। কে সরকারী কর্মকর্তা ক) প্রত্যেক জজ বা বিচারক খ) রাষ্ট্রের বেসামরিক চাকুরীর প্রত্যেক সদস্য গ) সামরিক, নৌ ,বিমান বাহিনীর কমিশন প্রাপ্ত বা গেজেটেড অফিসার.ঘ) সবগুলো
৮০।কে সরকারী কর্মকর্তা নয় ? (ক) সামরিক, নৌ , বিমান বাহিনীর কমিশন প্রাপ্ত নয় এমন সৈন্য, নাবিক বা বৈমানিক খ) যে লোক তার পদাধিকারবলে কোন লোককে আটক করিতে বা রাখিতে পারে (গ) যাহার কর্তব্য হইতেছে সরকারের পক্ষে কোন সম্পত্তি গ্রহণ , সংরক্ষণ বা ব্যয় করা (ঘ) সরকারী কর্তব্য সম্পাদনের জন্য নিযুক্ত প্রজাতন্ত্রের সুবিধাভোগী বা বেতনভোগী প্রত্যেক কর্মচারী (ঘ) সবগুলো
৮১। স্বাক্ষরিত (ঝরমহবফ) বলিতে কি বুঝ ? (ক) (খ) রায় বা ডিক্রি ব্যতিত অন্যান্য সকল ক্ষেত্রে সীলমোহরকৃত কোন কিছু (খ) রায় বা ডিক্রি সহ অন্যান্য সকল ক্ষেত্রে সীলমোহরকৃত কোন কিছু (গ) ঝধাব রহ ঃযব পধংব ড়ভ ঔঁফমসবহঃ ড়ৎ উবপৎবব রহপষঁফবং ংরমহধঃঁৎব (ঘ) ক ও গ উভয়ই
৮২। দেওয়ানী কার্যবিধিতে কোনটি প্রযোজ্য ? (ক) মোকদ্দমা (খ) মামলা (গ)ঈধংব (গ) নালিশ
৮৩। দেওয়ানী মোকদ্দমার প্রতিশব্দ কি ? (ক) ঈরারষ ংঁরঃ (খ) ঈরারষ ঈধংব (গ) ঞরঃষব ংঁরঃ (ঘ) উপরোক্ত সবগুলো
৮৪। আদেশের সংঁঁঁজ্ঞা কোথায় বলা আছে ? (ক) ২(১৪) ধারায় (খ) ২(১৩) ধারায়(গ) ২(১২) ধারায়(ঘ) ২(৯) ধারায়
৮৫। আদেশ বলিতে কি বুঝায় ? (ক) আদালতের আনুষ্ঠানিক সিদ্ধান্ত (খ) ঋড়ৎসধষ ফবপরংরড়হ ড়ভ ঃযব পড়ঁৎঃ (গ) ক ও খ উভয়ই (ঘ) সবগুলো
৮৬। দেওয়ানী কার্যবিধি ১৯০৮ ধারাগুলি কয়টি খন্ডে বিভক্ত (ক) ৯ টি (খ)১০ টি(গ) ১১ টি(ঘ) ১২ টি
৮৭। দেওয়ানী কার্যবিধিতে কয়টি তফসিল আছে ? (ক) ৩ টি (খ)৪ টি(গ) ৫ টি(ঘ) কোনটি নয়
৮৮। ধারা পরিবর্তন করিতে পারেন কে ? (ক) জাতীয় সংসদ (খ) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ (গ) আপীল বিভাগ (ঘ) কোনটাই নয়
৮৯। ১৮৮২ সালে দেওয়ানী কার্যবিধিতে কয়টি ধারা ছিল ? (ক) ৬৮২ টি (খ) ৬৮৩ টি (গ) ৬৮১ টি (ঘ) ১৫৫ টি
৯০। কোন আইন দ¦ারা দেওয়ানী আদালতের শ্রেণীবিভাগ করা হয় ? (ক) ঞযব পরারষ পড়ঁৎঃ (অসবহফসবহঃ) অপঃ ২০০১ (খ ঞযব পরারষ পড়ঁৎঃ (অসবহফসবহঃ) অপঃ ২০০৩ ) (গ) ঞযব পরারষ পড়ঁৎঃ (অসবহফসবহঃ) অপঃ ২০০৬ (ঘ) ঞযব পরারষ পড়ঁৎঃ (অসবহফসবহঃ) অপঃ ১৮৮৭
৯১। দেওয়ানী আদালতের আইন কত সনের ? (ক) ১৮৮৭ (খ ) ১৮৮৯ (গ) ১৯৮৭ (ঘ) ১৯০৯
৯২।সহকারী জজ আদালতের আর্থিক এখতিয়ার ১-২০০০০/- টাকা কোন আইন দ্বার বিধান কর া হইয়াছে (ক) দেওয়নী কার্যবিধির ১৯০৮ এর ৬ ধারা মোতাবেক (খ) দেওয়নী আদালত ্আইনের ১৯(১) ধারার বিধান মতে(গ) দেওয়নী আদালত ্আইনের ১৯(২) ধারার বিধান মতে ক) দেওয়নী আদালত আইনের ১৯(৩) ধারা মোতাবেক
৯৩। দেওয়ানী আদালত ্আইন ১৮৮৭ সালের মোট কয়টি ধারা আছে ? (ক) ৩০ টি (খ) ৪০ টি (গ) ৬০ টি (ঘ) ৮০ টি
৯৪। দেওয়ানী আদালত আইন ১৮৮৭ কি আইন (ক) অফলবপঃরাব খধি (খ) চৎড়পবফঁৎধষ খধি (গ) ঝঁনংঃধহঃরাব খধি (ঘ)ক ও খ উভয়ই
৯৫। নিচের কোনটি মুল আইন (ক) ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ (খ) সাক্ষ্য আইন ১৮৭২ (গ) দেওয়ানী আদালত আইন ১৮৮৭ (ঘ) তামাদি আইন ১৯০৮
৯৬। দেওয়ানী আদালত ৫ প্রকার সম্পর্কে কোথায় বল া হয়েছে? (ক) দেওয়ানী আদালত আইন ১৮৮৭ সালের ৩ ধারায় (খ) দেওয়ানী কার্যবিধি আইনের ৩ ধারায় (গ) ক ও খ উভয় আইনে (ঘ) সবগুলো
৯৭। দেওয়ানী কার্যবিধিতে কয়টি অংশ আছে ? (ক) ২ টি (খ) ৩টি (গ) ৪ টি (ঘ)৫টি
৯৮। দেওয়ানী কার্যবিধিতে ৩টি অংশ আছে তাহা কিকি? (ক) ধারা (খ) আদেশ (গ) তপশীল (ঘ) সবগুলো
৯৯।দেওয়ানী কাযবিধি ধারা কে প্রণয়ণ করিতে পারে ? (ক) জাতীয় সংসদ (খ) সুপ্রিমকোর্ট (গ) জজ কোর্ট (ঘ) উপরোক্ত সবগুলো
১০০। অর্ন্তবর্তীকালীন মুনাফা কি ? (ক) যে আইন দখলকার কর্র্তৃক সম্পত্তি হইতে কার্যত যে মুনাফা লাভ করে (খ) সাধারণ বুদ্ধিমত্তায় যে মুনাফা লাভ করে (গ) সুদ সমেত উক্ত মুনাফা (ঘ) উপরোক্ত সবগুলো
১০১। দেওয়ানী কার্যবিধি কত সালের আইন ? (ক) ১৯০৮ সালের ৫ নং আইন (খ) ১৯০৯ সালের ৫ নং আইন(গ) ১৯০৮ সালের ৪৫ নং আইন(ক) ১৯০৮ সালের ৯ নং আইন
No comments:
Post a Comment