Wednesday 28 September 2016

Important tips of the Code of Civil Procedure,1908

১।সমন জারির দিন হতে আদালতের অনুমতিসহ মোট কত দিনের মধ্যে লিখিত জবাব দাখিল করতে হয়? উত্তরঃ ৬০ কর্মদিন।
২। দেওয়ানী মোকদ্দমায় আদালতের অনুমতিসহ আত্ম পক্ষ সমর্থনের সর্বোচ্ছ মোয়াদ কত দিন? উত্তরঃ ৬০ কর্মদিন।
৩। সমন জারির দিন হতে কত কর্মদিনের মধ্যে জবাব দাখিল না করলে মামলায় একতরফা ডিক্রি হবে? উত্তরঃ ৬০ কর্মদিন ।
৪। সমন জারির ফিস প্রদান বা কোর্ট ফিস প্রদান না করার কারণে মোকদ্দমা খারিজ আদেশ রদ করার দরখাস্তের সময়সীমা কতদিন?
উত্তরঃ ৩০ কর্মদিন।
৫।পক্ষগণের অনুপস্থিতির জন্য মোকদ্দমা খারিজ আদেশ রদ করার আবেদন করার তামাদি মেয়াদ কত দিন?উত্তরঃ ৩০ কর্মদিন।

Sunday 25 September 2016

Specific Relief Act, 1877 (Act No. I of 1877).-Bangladesh Laws


১। ধারা ৮ অনুযায়ী দখল পুনরুদ্ধারের মামলা বেদখলের তারিখ হতে কতদিনের মধ্যে করতে হবে?
ক) ১২বছরের মধ্যে খ) ২১ বছরের মধ্যে গ) ৯ বছরের মধ্যে ঘ) এক দশকের মধে
২। ধারা ৯ আনুযায়ী দখল পুনরুদ্ধারের মামলা বেদখলের তারিখ হতে কতদিনের মধ্যে করতে হবে?
ক) ৩ মাসের মধ্যে খ) ৬ মাসের মধ্যে গ) ১২ বছরের মধ্যে ঘ) ৯ বছ৭রের মদ্যে
৩। কোন ধারায় সরকারের বিরুদ্ধে মামলা করাযায় না?
ক) ৯ ধারায় খ) ১২ ধারায় গ) ক ও খ ঘ) কোনটিই নয়
৪। যে সব চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যায় সেগুলো কত ধারায় বলা আছে?
ক) ৮ ধারায় খ) ৯ ধারায় গ) ১২ ধারায় ঘ) ২১ ধারায়
৫। যে চুক্তিগুলোর কার্যসম্পাদন আদালতের আদেশের মাধ্যমে সম্ভব নয়, সেটা কত ধারায় বলা আছে?
ক) ৮ ধারায় খ) ৯ ধারায় গ) ১২ ধারায় ঘ) ২১ ধারায়

Friday 23 September 2016

Bangladesh Bar Council Exam MCQ Model Test -2016

 বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষা- এম সি কিউ-২০১৬

দেওয়ানী কার্যবিধি -১৯০৮

রিভাইজড ইসু

১।দেওয়ানী কার্যবিধি প্রথম কবে প্রণীত হয় ?  (ক) ১৮৫৭ (খ) ১৮৫৯ (গ) ১৮৭৭ (ঘ) ১৮৮২
২।দেওয়ানী কার্যবিধি কি আইন ?(ক) পদ্ধতিগত আইন (খ) অছিব্যজ্ঞক আইন ও পদ্ধতিগত আইনের সংমিশ্রন (গ) বিধিবদ্ধআইন (ঘ) খ ও গ
৩।দেওয়ানী কার্যবিধি কবে প্রকাশিত হয় ? (ক) ২২ শে মার্চ ১৯০৮ (খ) ২১ শে মার্চ ১৯০৮ (গ) ২১ শে মার্চ ১৯০৯ (ঘ) কোনটাই নয়।
৪।দেওয়ানী কার্যবিধি কার্যকর হয় কবে থেকে ? (ক) ১ লা জানুয়ারী ১৯০৮ (খ) ১ লা জানুয়ারী ১৯০৯ (গ) ১লা জুলাই ১০৯৮ (ঘ) কোনটাই নয়।
৫।(ক)দেওয়ানী কার্যবিধিতে কয়টি ধারা আছে ?
(ক) ধারা ১৫৮টি আদেশ ৫০টি (খ) ধারা ১৫৮ টি আদেশ ৫১টি (গ)ধারা ১৫৫টি আদেশ ৫১টি (ঘ)ধারা ১৫৫টি আদেশ ৫০টি

Wednesday 21 September 2016

The Constitution of Bangladesh


Tips and Terms of MCQ and Written Exam of Bangladesh Bar Council


MCQ Tutorial- The Code of Civil Procedure,1908


MCQ Cotest


Important5 Guide to Create Responsive Web Design


A large portion of the clients over the globe are making utilization of moved contraptions with completely specific undertakings and similarly screen sizes. It has changed into a vital necessity for relationship to make a site that is wanted to be responsive and sufficiently perfect with any gadgets and diagrams, particularly on the off chance that they are looking forward in redesigning their compass among a more expansive social event of people. Considers propose most by a wide margin of the clients getting the chance to web are PDA clients emerged from desktop clients. That itself demonstrates the essential for a responsive web course of action in the present business condition.