Tuesday, 11 October 2016

MCQ Tutorial -The Code of Civil Procedure,1908(Part-3)

১৫১। আর্থিক এখতিয়ারের বিধান ? ক) ধারা- ৬ খ) ধারা -৩ গ) ধারা- ৮ ঘ) ধারা- ৯
১৫২। যুগ্ম জেলা জজের আর্থিক এখতিয়ার কত? ক) ৪,০০,০০১ টাকা থেকে অসীম খ) ৪,০০,০০-৫০,০০০,০০/-
গ) ৫,০০,০০০-৫০,০০০,০০/- ঘ) কোনটাই নয়।
১৫৩। মালিকানা বলিতে কি বুঝায়? ক) ভোগের খ) দখলের গ) হস্তান্তরের ঘ) উপরোক্ত সবগুলি।
১৫৪। দেওয়ানী প্রকৃতির মোকদ্দমা কি? ক) সকল প্রকারের স্বত্বের মোকদ্দমা খ) সকল প্রকার অধিকারের মোকদ্দমা
গ) সকল প্রকার পদের অধিকার ঘ) উপরোক্ত সবগুলো।
১৫৫। নিচের কোনটি দেওয়ানী প্রকৃতির মোকদ্দমা? ক) খাজনা আদায়ের মোকদ্দমা খ) স্বত্বের মোকদ্দমা
গ) মারামারির মোকদ্দমা ঘ) উপরোক্ত সবগুলো।
১৫৬। নিচের কোনটি রেস সাবজুডিসের বৈশিষ্ট?
ক) সম এখতিয়ার সম্পন্ন আদালত খ) অভিপ্রায়ের ভিন্নতা গ) অভিন্ন স্বত্ত্বাগাম ঘ) ক ও গ উভয়ই
১৫৭। রেস সাবজুডিস কি? ক) মামলার বিচারে বাধা খ) ঝঃধু ড়ভ ংঁরঃ গ) মোকদ্দমা স্থগিত কারণ ঘ) সবগুলো।
১৫৮। রেস সাবজুডিস একটি- ক) আরবি শব্দ খ) ল্যাষ্টিন শব্দ গ) ফারাসি শব্দ ঘ) ফ্রান্স শব্দ
১৫৯। রেস সাব জুডিসের কারণে কোন মোকদ্দমাটি স্থগিত হইবে?
ক) পূর্ববর্তী মোকদ্দমাটি খ) পরবর্তী মোকদ্দমাটি গ) ক ও খ উভয়ই ঘ) উপরোক্ত সবগুলো।
১৬০। রেস সাবজুডিসের তৎপর্য কি? ক) পূর্ববর্তী মোকদ্দমাটি স্থগিত হয়ে যাবে খ) পরবর্তী মোকদ্দমাটি স্থগিত হইবে
গ) কোনটাই নয় ঘ) পূর্বের সিদ্ধান্ত বহাল হইবে।
উত্তর। ১৫১ (ক),১৫২(ক), ১৫৩ (ঘ),১৫৪(ক), ১৫৫ (খ),১৫৬(ঘ), ১৫৭ (ঘ),১৫৮(খ), ১৫৯ (খ),১৬০(ক)

No comments:

Post a Comment